“MicrostockGoal.com”-এর জন্য শর্তাবলি:

MicrostockGoal.com এ আপনাকে স্বাগতম।

MicrostockGoal.com ওয়েবসাইট এবং অন্যান্য সেবা ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই নিম্নলিখিত শর্তাবলি মানতে হবে। এই শর্তাবলির পাশাপাশি আমরা আপনাকে আমাদের প্রাইভেসি পলিসি সম্পূর্ণরূপে পড়ার অনুরোধ জানাচ্ছি। কোনো কারণে আপনি যদি এই সাইটের প্রাইভেসি পলিসি বা শর্তাবলির সাথে একমত না হন, তবে আপনি এই সাইট থেকে সেবা গ্রহণ করতে পারবেন না। MicrostockGoal.com এই শর্তাবলি আপনাকে জানিয়ে বা না জানিয়ে পরিবর্তন বা সংশোধন করার অধিকার রাখে।

 

সেবা সম্পর্কিত: MicrostockGoal.com একটি দক্ষতা উন্নয়ন কোর্সের প্ল্যাটফর্ম, যেখানে প্রি-রেকর্ডেড এবং লাইভ ক্লাসের মাধ্যমে বিভিন্ন স্কিল-ভিত্তিক কোর্স প্রদান করা হয়। এই সাইটের সেবা গ্রহণের মাধ্যমে আপনি সম্মতি জানাচ্ছেন যে, MicrostockGoal.com আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল ঠিকানা সহ আপনার একাউন্ট খোলার সময় দেওয়া তথ্যগুলো সংরক্ষণ করবে। একইভাবে, MicrostockGoal.com আপনার ফোন নম্বর এবং ইমেইল ঠিকানায় প্রচারণামূলক বার্তা, অফার বা নিউজলেটার পাঠাতে পারে।

 

শর্তাবলী:

  • এই সাইটের কোনো কোর্স MicrostockGoal.com এর লিখিত অনুমতি ছাড়া অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানে বিক্রি বা বিতরণ করা যাবে না।
  • লাইভ ক্লাস চলাকালীন ক্লাস রেকর্ড করা যাবে না।
  • সাইটে কোন প্রকার স্ক্রিপ্ট, বট, স্পাইডার বা স্ক্র্যাপার ব্যবহার করা যাবে না।
  • MicrostockGoal.com এর লেখা, ছবি বা ডিজাইন অনুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।
  • MicrostockGoal.com এর একাউন্ট অন্য কারও কাছে বিক্রি বা ট্রান্সফার করা যাবে না।
  • MicrostockGoal.com যেকোনো সঠিক কারণে ইউজারকে সাসপেন্ড বা নিষিদ্ধ করার অধিকার রাখে।
  •  

একাউন্ট সম্পর্কিত: MicrostockGoal.com একাউন্ট খুলার পর আপনার একাউন্টের ইউজারনেম, পাসওয়ার্ড এবং অন্যান্য গোপনীয় তথ্য সুরক্ষিত রাখার দায়ভার আপনার নিজস্ব। আপনার একাউন্ট থেকে হওয়া সব কার্যকলাপের দায়ভার আপনি বহন করবেন। কোনো কারণে একাউন্ট হ্যাক হয়ে গেলে তা দ্রুত MicrostockGoal.com কে জানাতে হবে। আপনি কোনো ভিপিএন ব্যবহার করে একাউন্টে লগইন করতে পারবেন না।

 

রিফান্ড পলিসি: MicrostockGoal.com থেকে কোন কোর্স কিনার পর যদি কোর্স সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে শর্তসাপেক্ষে রিফান্ডের আবেদন করা যাবে। বিস্তারিত জানার জন্য রিফান্ড পলিসি পেজে ভিজিট করুন।

 

পাইরেসি: MicrostockGoal.com সবসময় পাইরেসির বিরুদ্ধে অবস্থান নেবে। সাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মতি জানাচ্ছেন যে আপনি কোনো ধরনের পাইরেসি করবেন না এবং এতে সহযোগিতা করবেন না। পাইরেসির অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আপডেটের তারিখ: ২০২৫/০৩/১২

Chat Icon